এসএসসি বাংলা-২০২২ কাকতাড়ুয়া উপন্যাস সেলিনা হোসেন পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে বিষয়বস্তুর ধারায় জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর youtube link fb link: প্রশ্ন ১। উপন্যসের আখ্যানভাগ কী?
উত্তর : উপন্যাসের আখ্যানভাগ হচ্ছে- Plot বা কাহিনি-সমগ্র। প্রশ্ন ২। 'কাকতাড়ুয়া' উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কী? উত্তর : 'কাকতাড়ুয়া' উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম মধু। প্রশ্ন ৩। বুধা দুঃখকে কী ভাবে? উত্তর: বুধা দুঃখকে হিংস্র শকুন ভাবে। প্রশ্ন ৪। শাহাবুদ্দিন কার ছবি আঁকবে? উত্তর : শাহাবুদ্দিন বুধার সাহসী ও হাস্যোজ্জ্বল ছবি আঁকবে। প্রশ্ন ৫। 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত মুক্তিবাহিনীর কমান্ডার কে? উত্তর : ‘কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত মুক্তিবাহিনীর কমান্ডার হলেন শাহাবুদ্দিন। প্রশ্ন ৬। মতিউর কী কারণে ফজু মিয়াকে বকাবকি করেছিল? উত্তর : মতিউর বুধাকে কাজে নেওয়ার জন্য ফজু মিয়াকে বকাবকি করেছিল। প্রশ্ন ৭। শান্তি কমিটির চেয়ারম্যান কে ছিল? উত্তর : শান্তি কমিটির চেয়ারম্যান ছিল আহাদ মুন্সি। প্রশ্ন ৮। তিনুর বয়স কত? উত্তর : তিনুর বয়স দেড় বছর। প্রশ্ন ৯। বাঙ্কারের তদারকি করছিল কে? উত্তর : বাঙ্কারের তদারকি করছিল মতিউর। প্রশ্ন ১০। 'মেশিনগান বল, আমার নাম মেশিনগান'—বুধা কাকে এ কথা বলেছে? উত্তর : 'মেশিনগান বল, আমার নাম মেশিনগান'- বুধা রাজাকার কুদ্দুসকে এ কথা বলেছে। প্রশ্ন ১১। শামুকের খোলটা কিসের মতো লাগে বুধার? উত্তর : শামুকের খোলটা বুধার কাছে টুপির মতো লাগে। প্রশ্ন ১২। কুদ্দুস বুধার কাছে মিঠুর খোঁজ জানতে চাইলে সে কী বলে? উত্তর : কুদ্দুস বুধার কাছে মিঠুর খোঁজ জানতে চাইলে সে বলে 'নদীর তলে খুঁজে দেখ। প্রশ্ন ১৩। 'কাকতাড়ুয়া' উপন্যাসে ছবি আঁকার মানুষ কে? উত্তর : 'কাকতাড়ুয়া উপন্যাসে ছবি আঁকার মানুষ হলেন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন। প্রশ্ন ১৪। বুধার মতে তিনজন এক হলে কী হয়? উত্তর: বুধার মতে তিনজন এক হলে শক্তি বাড়ে। লড়াইয়ে শত্রুরা হারে। প্রশ্ন ১৫। বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন? উত্তর : বুধা রাজাকার কমান্ডাদের বাড়িতে আগুন ধরিয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য। প্রশ্ন ১৬। বুধা হাবিব ভাইয়ের কাছে কী জানতে চেয়েছিল? উত্তর: বুধা হাবিব ভাইয়ের কাছে গণকবরের অর্থ জানতে চেয়েছিল। প্রশ্ন ১৭। কোন ধরনের মানুষকে বুধার মানুষ মনে হয় না? উত্তর : যার দৃষ্টিতে ভাষা থাকে না, সেরকম দৃষ্টিহীন মানুষকে বুধার মানুষই মনে হয় না। প্রশ্ন ১৮। চাচি বুধাকে কিসের স্বপ্ন দিয়েছেন? উত্তর : চাচি বুধাকে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দিয়েছেন। প্রশ্ন ১৯। বুধা বুকের ভেতর কী ধরে রেখেছে? উত্তর: বুধা বুকের ভেতর মুক্তিযুদ্ধ ধরে রেখেছে। প্রশ্ন ২০। বুধা কার বাড়িতে বসে সাতই মার্চের ভাষণ শুনেছিল? উত্তর: বুধা কানু দয়ালের বাড়িতে বসে সাতই মার্চের ভাষণ শুনেছিল। প্রশ্ন ২১ । মুক্তিবাহিনীর কমান্ডার কে? উত্তর : মুক্তিবাহিনীর কমান্ডার হলো শাহাবুদ্দিন। প্রশ্ন ২২। বুধা প্রায়ই কী সাজত? উত্তর: বুধা প্রায়ই কাকতাড়ুয়া সাজত। প্রশ্ন ২৩। বুধা আলির কাছ থেকে কেরোসিন এনেছিল কেন? উত্তর : রাজাকার আহাদ মুন্সির ঘরে আগুন দেওয়ার জন্য মশাল বুধা আলির কাছ থেকে কেরোসিন এনেছিল। প্রশ্ন ২৪। বিনু হাসলে কী মনে হতো? উত্তর : বিনু মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে। প্রশ্ন ২৫। গেরস্তের উঠোনে কী আছে? উত্তর : গেরস্তের উঠোনে খড়ের গাদা আছে। প্রশ্ন ২৬। চাচির মুখে কোন শব্দটি শুনে বুধা হোঁচট খায়? উত্তর : চাচির মুখে 'মুক্তি' শব্দটি শুনে বুধা হোঁচট খায়। প্রশ্ন ২৭। বুধা কয়টি মশাল বানিয়েছিল? উত্তর : বুধা চারটি মশাল বানিয়েছিল। প্রশ্ন ২৮। আহাদ মুন্সির সাথে কয়জন রাজাকার ছিল? উত্তর : আহাদ মুন্সির সঙ্গে দুইজন রাজাকার ছিল। প্রশ্ন ২৯। আহাদ মুন্সির ছেলের নাম কী? উত্তর : আহাদ মুন্সির ছেলের নাম মতিউর। প্রশ্ন ৩০। বুধাকে কে ‘মানিকরতন' নামে ডাকে? উত্তর: বুধাকে হরিকাকু 'মানিকরতন' নামে ডাকে। প্রশ্ন ৩১। বুধার চাচাতো ভাই-বোন কতজন? উত্তর: বুধার চাচাতো ভাইবোন আটজন। প্রশ্ন ৩২। 'ঐ বাড়িতে কিছু ঘটলে আমি তোকে জানিয়ে দিব” একথা কে বলেছে? উত্তর : “ঐ বাড়িতে কিছু ঘটলে আমি তোকে জানিয়ে দিব”— একথাটি বলেছিল বুধা। প্রশ্ন ৩৩। বুধা ফুলকলিকে নিয়ে কোথায় ওঠে? উত্তর : বুধা ফুলকলিকে নিয়ে আতা ফুপুর বাড়িতে এসে ওঠে। প্রশ্ন ৩৪। কে বুধাকে জয় বাংলা নাম দেয়? উত্তর : বুধাকে 'জয় বাংলা' নাম দেয় আলি। প্রশ্ন ৩৫। মিলিটারি কীভাবে গাঁয়ে প্রবেশ করে? উত্তর : মিলিটারি গুলি ছুড়তে ছুঁড়তে গ্রামে প্রবেশ করে। প্রশ্ন ৩৬। 'তোর মনে কি খুব আনন্দ'- উক্তিটি কার? উত্তর : ‘তোর মনে কি খুব আনন্দ'- উক্তিটি রাজাকার কুদ্দুসের। প্রশ্ন ৩৭। বুধার পায়ের নিচ থেকে কী হতে শুরু করে? উত্তর: বুধার পায়ের নিচ থেকে শক্ত হতে শুরু করে। প্রশ্ন ৩৮। বুধার কানের পাশ দিয়ে কী উড়ে যায়? উত্তর: বুধার কানের পাশ দিয়ে বোলতা উড়ে যায়। প্রশ্ন ৩৯। কার কন্ঠস্বর এক মুহূর্তে বদলে যায়? উত্তর : কুন্তির কণ্ঠস্বর এক মুহূর্তে বদলে যায়। প্রশ্ন ৪০। গাঁয়ের কয়েকজন মানুষ কিসের মতো? উত্তর : গাঁয়ের কয়েকজন মানুষ শকুনের মতো। প্রশ্ন ৪১। কে বুধাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলে? উত্তর : হরিকাকুর বউ বুধাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলে। প্রশ্ন ৪২। বুধার মতে কাদের দৃষ্টি প্রাণহীন? উত্তর : বুধার মতে পাকিস্তানি সেনাদের দৃষ্টি প্রাণহীন ।
|
কোন মন্তব্য নেই