বহিপীর নাটক,সৈয়দ ওয়ালীউল্লাহ, MCQ- [SSC]
এসএসসি বাংলা-২০২২ বহিপীর নাটক সৈয়দ ওয়ালীউল্লাহ MCQ উত্তর **প্রশ্ন ১। বহিপীরের বয়স কত বছর? উত্তর : বহিপীরের বয়স পঞ্চাশের কিছু বেশি। ***প্রশ্ন ২। সূর্যাস্ত আইন কখন প্রণীত হয়? অথবা, সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়? উত্তর : সূর্যাস্ত আইন ১৭৯৩ সালে প্রণীত হয়। প্রশ্ন ৩। এরিস্টটল নাটকে কয়টি ঐক্যের কথা বলেছেন? উত্তর : এরিস্টটল নাটকে তিনটি ঐক্যের কথা বলেছেন। প্রশ্ন ৪। "বদান্যতার জোরে জান যায় মানুষের"- উক্তিটি কার? উত্তর : “বদান্যতার জোরে জান যায় মানুষের"- উক্তিটি হাশেমের। প্রশ্ন ৫। বহিপীরের মতে কী না থাকলে মানুষের রূহ মরে যায়? উত্তর : বহিপীরের মতে সামান্য স্নেহ না থাকলে রূহ মরে যায়। প্রশ্ন ৬। “একজন চেঁচামেচি করে আর একজন কাঁদে"- উক্তিটি কার? উত্তর : “একজন চেঁচামেচি করে আর একজন কাঁদে"- উক্তিটি হাশেমের। ***প্রশ্ন ৭। হাতেমের বাল্যবন্ধুর নাম কী? উত্তর : হাতেম আলির বন্ধুর নাম আনোয়ার উদ্দিন। প্রশ্ন ৮। শহরে বহিপীরের কয়জন মুরিদ আছেন? উত্তর : শহরে বহিপীরের জনা তিনেক মুরিদ আছেন। প্রশ্ন ৯। সর্বদা বহিপীরের কী করার অভ্যাস? উত্তর : সর্বদা বহিপীরের ওয়াজ-নছিহত করার অভ্যাস। প্রশ্ন ১০। কলকাতায় প্রথম মঞ্চনাটকের আয়োজন করেন কে? উত্তর : কলকাতায় প্রথম মঞ্চ নাটকে আয়োজন করেন হেরাসিম স্পেপানভিচ্ লেবেদেফ। প্রশ্ন ১১। তাহেরার মতে পীর সাহেব কেমন লোক? উত্তর: তাহেরার মতে পীর সাহেব বুদ্ধিমান লোক। প্রশ্ন ১২। 'বহিপীর' নাটকে তাহেরাকে বিশ শতকের প্রারম্ভে কোন ধরনের প্রতীকী চরিত্র বলে আখ্যায়িত করা হয়েছে? উত্তর : 'বহিপীর' নাটকে তাহেরাকে বিশ শতকের প্রারম্ভে নারী অধিকার ও জাগরণের প্রতীকী চরিত্র বলে আখ্যায়িত করা হয়েছে। প্রশ্ন ১৩। কোন আইনে হাতেম আলির জমিদারি নিলামে উঠেছিল? উত্তর : সূর্যাস্ত আইনে হাতেম আলির জমিদারি নিলামে উঠেছিল। প্রশ্ন ১৪। হাতেম আলির বাল্যবন্ধুর কাছে যাওয়ার কারণ কী? উত্তর : হাতেম আলির বাল্যবন্ধুর কাছে যাওয়ার কারণ জমিদারি রক্ষায় তার কাছ থেকে টাকা ধার করা। প্রশ্ন ১৫। সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম গল্পগ্রন্থ কোনটি? উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম গল্পগ্রন্থ 'নয়নচারা'। প্রশ্ন ১৬। কোন ঘাটে জমিদারের বজরা থেমেছিল? উত্তর : ডেমরা ঘাটে জমিদারের বজরা থেমেছিল। প্রশ্ন ১৭। কালের ঐক্য বলতে আমরা কী বুঝি? উত্তর : কালের ঐক্য বলতে আমরা বুঝি নাটকটি মঞ্চে যতক্ষণ ধরে হবে, ততটুকু সময়ের মধ্যে যা ঘটা সম্ভব নাটকে শুধু তাই ঘটানো। প্রশ্ন ১৮। বহিপীরকে 'বহিপীর' বলার কারণ কী? উত্তর : বহিপীর সব সময় বইয়ের ভাষায় কথা বলে বিধায় তাকে ***প্রশ্ন ১৯। বহিপীরের বাড়ি কোন জেলায়? উত্তর : বহিপীরের বাড়ি সুনামগঞ্জ জেলায়। **প্রশ্ন ২০। নাটকের উপাদান কয়টি? উত্তর : নাটকের উপাদান ৪টি। প্রশ্ন ২১। তাহেরার চাচাত ভাই কেঁদেছিল কেন? উত্তর: তাহেরার চাচাত ভাই ভয়ে আর ক্ষুধায় কেঁদেছিল। প্রশ্ন ২২। 'বহিপীর' নাটকটি কিসের বিশ্বস্ত দল? উত্তর : 'বহিপীর' নাটকটি বাঙালি মুসলমান সমাজে প্রচলিত পীরপ্রঘার একটি বিশ্বস্ত দলিল। প্রশ্ন ২৩। হাতেম আলি শহরে এসেছিলেন কেন? উত্তর: হাতেম আলি শহরে এসেছিলেন জমিদারি রক্ষার জন্য অর্থ সংগ্রহ করতে। প্রশ্ন ২৪। হাশেম আলি কিসের ব্যবসায় করতে চেয়েছিল? উত্তর: হাশেম আলি ছাপাখানার ব্যবসায় করতে চেয়েছিল। প্রশ্ন ২৫। তাহেরা কোন ঘাট থেকে বজরায় উঠেছিল? উত্তর: তাহেরা ডেমরা ঘাট থেকে বজরায় উঠেছিল। **প্রশ্ন ২৬। 'বহিপীর' নাটক কত সালে প্রথম প্রকাশিত হয়? উত্তর : 'বহিপীর' নাটক ১৯৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। ***প্রশ্ন ২৭। নাটকের প্রাণ কোনটি উত্তর : নাটকের প্রাণ হলো সংলাপ। প্রশ্ন ২৮। 'বহিপীর' নাটকটি কত সালে পুরস্কার লাভ করে? উত্তর : 'বহিপীর' নাটকটি ১৯৫৫ সালে পুরস্কার লাভ করে। **প্রশ্ন ২৯। 'বহিপীর' নাটকের রচয়িতা কে? উত্তর : 'বহিপীর' নাটকের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ। প্রশ্ন ৩০। 'বহিপীর' নাটকটি কয় অঙ্কে বিভক্ত? উত্তর : 'বহিপীর' নাটকটি দুই অঙ্কে বিভক্ত। প্রশ্ন ৩১। নাটকের শুরুতে কোন ঋতুর উল্লেখ আছে? উত্তর : নাটকের শুরুতে হেমন্ত ঋতুর উল্লেখ আছে। প্রশ্ন ৩২। কোন আইনে জমিদারি নিলাম হতে চলেছে? উত্তর : সূর্যাস্ত আইনে জমিদারি নিলাম হতে চলেছে। প্রশ্ন ৩৩। কত বছর পূর্বে বহিপীরের প্রথম স্ত্রীর মৃত্যু হয়? উত্তর : চৌদ্দ বছর পূর্বে বহিপীরের প্রথম স্ত্রীর মৃত্যু হয়। প্রশ্ন ৩৪। প্রয়োজনে হাশেম কাকে বিয়ে করবে? উত্তর : প্রয়োজনে হাশেম তাহেরাকে বিয়ে করবে। প্রশ্ন ৩৫। কার চোখ হিংস্র জন্তুর মতো জ্বলে ওঠে? উত্তর : পীর সাহেবের চোখ হিংস্র জন্তুর মতো জ্বলে ওঠে। প্রশ্ন ৩৬। খোদা কার দিলে রুহানি শক্তি দিয়েছেন? উত্তর : খোদা পীরের দিলে রুহানি শক্তি দিয়েছেন। প্রশ্ন ৩৭। কারা নতুন জীবনের পথে যাচ্ছে? উত্তর : হাশেম আর তাহেরা নতুন জীবনের পথে যাচ্ছে। |
কোন মন্তব্য নেই