বহিপীর নাটক,সৈয়দ ওয়ালীউল্লাহ,পর্ব-০১ SSC
এসএসসি বাংলা-২০২২ বহিপীর নাটক সৈয়দ ওয়ালীউল্লাহ বহুনির্বাচনি সৃজনশীল ১নং প্রশ্নের উত্তর fb link: https://fb.watch/dyR94-o2IV/ ১নং প্রশ্ন মাতৃহারা ঝিনু চাচার বাড়িতে বড় হয়। চাচি ঝিনুকে বোঝা মনে করে। ভাবে কোনো রকম পাত্রস্থ করতে পারলেই হয়। অবশেষে চাচি সতীনের সংসারে এক বৃদ্ধের সাথে বিয়ে দেয় ঝিনুকে। জীবন সচেতন ঝিনু এ বিয়ে মেনে না নিয়ে একদিন বাড়ি ছেড়ে অজানার পথে পাড়ি জমায়। ক. বহিপীরের বয়স কত বছর? খ. হকিকুল্লাহ পুলিশ ডাকতে গিয়েও ফিরে এসেছিলেন কেন? কর। গ. উদ্দীপকে 'বহিপীর' নাটকের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকটিতে 'বহিপীর' নাটকের সমগ্র ভাব ফুটে উঠেছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ক-নং প্রশ্নের উত্তর ● বহিপীরের বয়স পঞ্চাশের কিছু বেশি। খ-নং প্রশ্নের উত্তর ● হকিকুল্লাহ্ পুলিশ ডাকতে গিয়েও ফিরে এসেছিলেন। কারণ তিনি মনে করেন বহিপীর রাগের মাথায় তাহেরাকে ভয় দেখানোর জন্য পুলিশ ডাকতে বলেছেন। ● 'বহিপীর' নাটকে হকিকুল্লাহ্ বহিপীরের ধামাধরা ব্যক্তিত্বহীন এক চরিত্র। তিনি সবসময় পীরের হুকুম তামিল করেন। তবে বহিপীর তাকে পুলিশ ডাকতে বললেও তিনি পুলিশ না ডেকে ফিরে আসেন। হকিকুল্লাহ্ মনে করেন বহিপীর রাগের মাথায় পুলিশ ডাকতে বলেছেন, পরে মাথা ঠান্ডা হলে আফসোস করবেন, কারণ এটা তার সুনাম নষ্ট করবে। এই চিন্তা করে তিনি পুলিশ ডাকতে গিয়েও ফিরে এসেছিলেন। গ-নং প্রশ্নের উত্তর ● উদ্দীপকে 'বহিপীর' নাটকের তাহেরাকে জোর করে বিয়ে দেওয়ার দিকটি প্রতিফলিত হয়েছে। ● সমাজে অসহায়রা নিকট আত্মীয়দের কারণে আরও অসহায় হয়ে পড়ে। তারা পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে নানা সমস্যার সম্মুখীন হয়। সেসব সমস্যা মোকাবিলা করেই যে টিকে থাকতে পারে, সেই সফলকাম হয়। সমস্যার সমাধান করতে পারলেই জীবন সুন্দর হয়। ● উদ্দীপকে মাতৃহারা ঝিনুকে জোর করে এক বৃদ্ধ লোকের সঙ্গে সতিনের সংসারে বিয়ে দেওয়া হয়। কারণ ঝিনুর চাচি ঝিনুকে তার সংসারের বোঝা মনে করে। তাই তার চাচি কোনো রকমে পাত্রস্থ করে সংসার থেকে তাকে বিদায় করতে চায় । একজন অসহায় মেয়ের জীবনের সুখ-শান্তির কথা সে বিবেচনা করে না। ঝিনু তা মানতে না পেরে বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। উদ্দীপকের এই বিষয়টি ‘বহিপীর' নাটকের বহিপীরের সঙ্গে বিয়ে মেনে না নিয়ে তাহেরার বাড়ি ছেড়ে পালানোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কারণ তার ধর্মান্ধ পিতামাতাও তাকে জোর করে এক বৃদ্ধ পীরের সাথে বিয়ে দেয়। তাই বলা যায় যে, 'বহিপীর' নাটকের তাহেরাকে জোর করে বিয়ে দেওয়ার দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। ঘ-নং প্রশ্নের উত্তর ● না, উদ্দীপকটিতে 'বহিপীর' নাটকের সমগ্র ভাব ফুটে ওঠেনি। ● বাঙালি মুসলমান সমাজে পীর-আউলিয়ারা এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। সাধারণ মানুষের ধর্মবিশ্বাস এবং কুসংস্কারের প্রতি আস্থাশীলতাই এর মূল কারণ। তাদের মধ্যে বেশিরভাগই স্বার্থসিদ্ধির চিন্তায় ব্যস্ত থাকে। মানুষের ধর্মানুভূতিকে কাজে লাগিয়ে তারা নিজেদের হীনস্বার্থ হাসিল করে। ● উদ্দীপকে মাতৃহারা মেয়ে ঝিনুর ওপর তার চাচির নিষ্ঠুর আচরণের দিকটি বর্ণিত হয়েছে। এখানে অসহায় মাতৃহারা ঝিনুকে এক বৃদ্ধের সঙ্গে সতিনের ঘরে বিয়ে দেয় তার চাচি। আত্মসচেতন ঝিনু এ অন্যায় সহ্য করতে না পেরে একদিন অজানার পথে পাড়ি জমায়। এ বিষয়টি 'বহিপীর' নাটকেও প্রতিফলিত হয়েছে। তবে এটিই নাটকের সম্পূর্ণ ভাব নয়। এই বিষয়টি ছাড়াও এই নাটকে বহিপীরের স্বার্থপরতা, অশিক্ষিত . পিতা-মাতার ধর্মান্ধতা, নতুন দিনের প্রতীক এক বালিকার বিদ্রোহ, সূর্যাস্ত আইনে জমিদারি নিলাম হওয়া, হাশেম আলির মানবিকবোধ ইত্যাদি প্রকাশ পেয়েছে। ● 'বহিপীর' নাটকে বাঙালি মুসলিম সমাজে জেঁকে বসা পীরপ্রথা, পীরের স্বার্থপরতা, নতুন দিনের প্রতীক এক বালিকার বিদ্রোহ, হাশেম আলির মানবিকতা ও হাতেম আলির কষ্টময় জীবন প্রকাশ পেয়েছে। অন্যদিকে উদ্দীপকে কেবল ঝিনুর অসহায়ত্ব, ঝিনুর চাচির নিষ্ঠুরতা ও ঝিনুর আত্মসচেতনতার বিষয়টি ফুটে উঠেছে, যা আলোচ্য নাটকের সমগ্র ভাব প্রকাশ করে না। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। |
thanks
উত্তরমুছুন