বাংলা উপন্যাস-৩ সাজেসন || অনার্স ৪র্থ বর্ষ || বাংলা বিভাগ || পরীক্ষা-২০২২
জাতীয় বিশ্ববিদ্যালয় সাজেসন সিরিজ Bangla (বাংলা) Honours 4th Year (অনার্স ৪র্থ বর্ষ) Exam-2022 (পরীক্ষা-২০২২) বিষয়: বাংলা উপন্যাস-৩ বিষয় কোড : ২৪১০০৩ ক-বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর ১. খালি তামুক খাইলে পেট ভরব?---কার উক্তি? ২. মাঘ মাসের কোন তারিখে মালোপাড়াতে উৎসবের ধুম পড়ে? ৩. বাসন্তীর বাবার নাম কী? ৪. বাসন্তীর চৌয়ারি নিয়ে কে দৌড় দেয়? ৫. কিশোর এবং সুবল কোথায় মাছ ধরতে যায়? ৬. পিরিতের নাও শুকনায় চলে।-কার উক্তি? ৭. অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ৮. তোর হাতে দিয়া দিলাম।- কাকে,কে হাতে তুলে দিল ৯. মাঘ মাসের কোন তারিখে মালো পাড়াতে উৎসবের ধূম পড়ে যায়? ১০. সৈয়দ ওয়ালীউল্লাহর জন্মসাল কত? ১১. 'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির প্রকাশকাল কত? ১২. কাদের যে 'দরবেশ' – একথাটি সবসময় কে বিশ্বাস করতেন না? ১৩. মৃত যুবতী নারীর মায়ের মতে, যুবতী নারী কীভাবে মারা গিয়েছিল? ১৪. আরেফ আলীর গ্রামের নাম কী? ১৫. “মানুষের জীবনটা অতি ভঙ্গুর, একটুকুতেই মটকে যায়।"—কার উক্তি? ১৬. “তোসতারী কিংখাব” কী? ১৭. আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস কোনটি? ১৮. আবু তালেব নিহত হলে কোন স্লোগান উচ্চারিত হয়? ১৯. “চিলেকোঠার সেপাই' উপন্যাসের হাড্ডি খিজির কোন শ্রেণির মানুষের প্রতিনিধি? ২০. আইয়ুব খানের ছবি পোড়ানোর সময় কী স্লোগান দেওয়া হয়? ২১. “চিলেকোঠার সেপাই' উপন্যাসের সেপাই কে? ২২. “চিলেকোঠার সেপাই' উপন্যাসের প্রথম বাক্যটি কী? ২৩. “মালিকের লগে পাল্লা দেওন ভালো নয়, বুঝলি? –কে, কাকে, কোন প্রসঙ্গে বলেছে? ২৪. খয়বার গাজী কে? ২৫. সেলিনা হোসেনের জন্ম কত সালে? ২৬. রামচন্দ্রপুর হাটের জমিদার কে? ২৭. শান্তির প্রিয় ফুল কী ছিল? ২৮. কৃষক আন্দোলনে কারা বেশি প্রাণ দিয়েছে? ২৯. দীপচাদের বৌ-এর নাম কী? ৩০. পুলিশ শিকারি কুকুরের মতো কাকে খোঁজে? ৩১. 'কাঁটাতারে প্রজাপতি' উপন্যাসটি লেখক কাকে উৎসর্গ করেন? ৩২. বিদ্রোহের পর সাঁওতালরা নাচোল ছেড়ে কোথায় চলে যায়? খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি ১. নদীর একটি দার্শনিক রূপ আছে—কথাটার তাৎপর্য বিশ্লেষণ কর। ২. বিজয় নদীর তীরের মালোদের পরিচয় লেখ। ৩. শুকদেবপুরের বর্ণনা দাও। 8. অনন্ত আবার কীভাবে মালোপাড়ায় ফিরে এসেছিল? ৫. “রাতের ঝড়ে পাখির সেই যে ডানা ভাঙ্গিল, সে ডানা আর জোড়া লাগিল না।" কেন, কীভাবে? ৬. চাঁদের অমাবস্যা উপন্যাসের আলোকে আরেফ আলীর সংক্ষিপ্ত পরিচয় দাও। ৭. আরেফ আলী কীভাবে কর্তব্য সচেতন হয়ে ওঠে? ৮. চাকরি শেষ করে দাদাসাহেব বাড়িতে এসে কী কাজে ব্রতী হন? সংক্ষেপে লেখ। ৯. কাদের মিঞা শাস্তির হাত থেকে কীভাবে নিজেকে রক্ষা করে? ১০. “জীবন কি সত্যিই মৃত্যুর চেয়ে অধিকতর মূল্যবান?” যুবক শিক্ষকের মনে এমন প্রশ্নের উদয় হয়েছিল কেন? ১১. 'চাঁদের অমাবস্যা' উপন্যাসে পরাবাস্তবতা সংক্ষেপে লেখ। ১২. সংক্ষেপে খিজির চরিত্র বিশ্লেষণ কর। ১৩. খয়বার গাজী কে? ১৪. ওসমান যে বাড়ির চিলেকোঠায় থাকে সে বাড়ির চালচিত্র তুলে ধর। ১৫. পাকিস্তান মাঠে লতিফ সর্দার উপস্থিত হলে লোকজন চটে যায় কেন? ১৬. 'চিলেকোঠার সেপাই' উপন্যাসের আলোকে ওসমান চরিত্র সংক্ষেপে লেখ। ১৭. এই এলাকার সবাই জানে, কী জানে? সংক্ষেপে লেখ। ১৮. "খিজিররা কুত্তার বাচ্চা। মানুষ হলো অফিসাররা।"— কীভাবে? ব্যাখ্যা কর। ১৯. ইলা মিত্র কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ২০. ইয়াসিন বসনি কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ২১. 'কাঁটাতারে প্রজাপতি' উপন্যাসে যে দাঙ্গার চিত্র বর্ণিত হয়েছে তা তুলে ধর। ২২. “এই মাটি আমাদের চাইতে ওদের বেশি আপনার। -ব্যাখ্যা কর। ২৩. তেভাগা আন্দোলন কী? সংক্ষেপে লেখ। ২৪. “সংসারে থেকেও তিনি আশ্চর্য রকমের সন্ন্যাসী।”- ব্যাখ্যা কর। ২৫. সুসং দুর্গাপুরের ঘটনা সংক্ষেপে বর্ণনা কর। ২৬. ইলা মিত্র এবং রমেন মিত্রের আত্মগোপনে যাওয়ার কারণ ব্যাখ্যা কর। গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি ১. অদ্বৈত মল্লবর্মণের 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের বিষয় ভাবনার পরিচয় দাও। ২. অদ্বৈত মল্লবর্মণ রচিত 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের ভাষা বৈশিষ্ট্য আলোচনা কর । ৩. 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসে জেলেদের জীবনযাত্রার পরিচয় দাও। ৪. “তিতাস ও তীরবর্তী মালো ও কৃষিজীবী মানুষের জীবনচিত্রই 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের প্রধান ভিত্তি।"-আলোচনা কর। ৫. “কিশোর 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের এক অনন্য চরিত্র।"— উক্তিটি আলোচনা সাপেক্ষে চরিত্রটি বিশ্লেষণ কর। ৬. চেতনা-প্রবাহরীতি কী? সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অমাবস্যা' উপন্যাসে চেতনা-প্রবাহরীতি কতটুকু সার্থক— আলোচনা কর। ৭. “সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস আন্তর্জাতিক হয়েও স্বাদেশিক।” – মন্তব্যটির তাৎপর্য স্পষ্ট কর। ৮. চাঁদের অমাবস্যা উপন্যাসের আলোকে আরেফ আলীর চরিত্র বিশ্লেষণ কর । ৯. 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর। ১০. চাঁদের অমাবস্যা উপন্যাসে ভাষাশৈলীর ব্যবহার বিশ্লেষণ কর। ১১. আখতারুজ্জামান ইলিয়াসের 'চিলেকোঠার সেপাই' উপন্যাসের বিষয়ভাবনা উপস্থাপন কর। ১২. আখতারুজ্জামান ইলিয়াসের 'চিলেকোঠার সেপাই' উপন্যাসে যে রাজনৈতিক চিত্র অঙ্কিত হয়েছে তার স্বরূপ বিশ্লেষণ কর। ১৩. ““চিলেকোঠার সেপাই' একটি বস্তুনিষ্ঠ উপন্যাস।” – আলোচনা কর। ১৪. 'চিলেকোঠার সেপাই' উপন্যাস অবলম্বনে আনোয়ার চরিত্র চিত্রণ কর। ১৫. চিলেকোঠার সেপাই' উপন্যাস অবলম্বনে ঔপন্যাসিক আখতারুজ্জামান ইলিয়াসের চরিত্র চিত্রণের দক্ষতা তুলে ধর। ১৬. 'চিলেকোঠার সেপাই' উপন্যাসের আলোকে ঔপন্যাসিকের শ্রেণি রাজনীতির প্রতি পক্ষপাত বিশ্লেষণ কর। ১৭. তেভাগা আন্দোলনের প্রভাব সেলিনা হোসেনের 'কাঁটাতারে প্রজাপতি' উপন্যাসে কীভাবে প্রতিফলিত হয়েছে বর্ণনা কর। ১৮. সেলিনা হোসেনের 'কাঁটাতারের প্রজাপতি' উপন্যাস অবলম্বনে ইলামিত্রের ওপর পুলিশের অমানসিক নির্যাতনের বিবরণ দাও। ১৯. সেলিনা হোসেনের 'কাঁটাতারে প্রজাপতি' উপন্যাসের শিল্পমূল্য বিচার কর। ২০. 'কাঁটাতারে প্রজাপতি' উপন্যাসের আলোকে সাঁওতাল বিদ্রোহের ইতিহাস বর্ণনা কর। ২১. কাঁটাতারে প্রজাপতি' উপন্যাসে পাকিস্তানি পুলিশ বাহিনীর যে বর্বরতার চিত্র উপস্থাপিত হয়েছে তা বিশ্লেষণ কর। |
কোন মন্তব্য নেই