সুইজারল্যান্ডের দিনগুলাে ভ্রমণকাহিনি || সেলিনা হােসেন || লেখক পরিচিতি || পাঠ পরিচিতি ও মূলভাব
সেলিনা হােসেন
লেখক-পরিচিতি
সেলিনা হােসেনের জন্ম ১৯৪৭ খ্রিষ্টাব্দে রাজশাহীতে। তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক ও ছােটোগল্পকার। ইতিহাস, দেশভাগ, মুক্তিযুদ্ধ ও প্রগতিশীল সমাজচিন্তা তার রচনার প্রধান বিষয়।
সেলিনা হােসেনের গল্পগ্রন্থগুলাে হচ্ছে ‘উৎস থেকে নিরন্তর’, ‘খােল করতাল, মতিজানের মেয়েরা ইত্যাদি। ‘পােকামাকড়ের ঘরবসতি’, হাঙ্গর নদী গ্রেনেড', গায়ত্রীসন্ধ্যা ইত্যাদি তাঁর বিখ্যাত উপন্যাস। সাহিত্যে অবদানের জন্য সেলিনা হােসেন দেশ-বিদেশের নানা পুরস্কার লাভ করেছেন।
তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ একুশে ও স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন।
পাঠ-পরিচিতি ও মূলভাব
সুইজারল্যান্ডের অপরূপ সৌন্দর্যঘেরা কো-শহরে একটি সম্মেলনে যােগ দিতে গিয়েছিলেন লেখক। তাঁর সঙ্গে তাঁর ছােট্ট মেয়ে ফারিয়া লারা।
লারাকে থাকতে দেওয়া হয় ভিন্ন দেশ থেকে আগত সমবয়েসি চারজনের সঙ্গে। ফারিয়া সহজেই তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তােলে। পাহাড়ি ট্রেনে জেনেভা থেকে কো-তে পৌছে, সম্মেলনের ফাঁকে ফাঁকে সাগর, পাহাড়, হ্রদ-ঘেরা সবুজ কো, গ্রুয়ে ও মন্ত্রর প্রাকৃতিক দৃশ্য দেখে লেখক ও লেখক-কন্যা লারা মুগ্ধ।
মুগ্ধ বিভিন্ন দেশের মানুষের সাবলীল আচরণে, বন্ধুত্বে। আবার লেখকের মন খারাপও হলাে ধনী ও সুন্দর দেশের সঙ্গে নিজের দেশের তুলনা করে। অবশেষে বিদায়বেলা এল। লারার মন খারাপ হলাে, তবু নিজের দেশের মায়াটাও বড়াে কথা।
এ ভ্রমণকাহিনিতে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য ও জনজীবন ছাড়াও জগতের সকল মানুষের মধ্যে যে গভীর আত্মীয়তার বন্ধন রয়েছে তা প্রতিফলিত হয়েছে।
কোন মন্তব্য নেই