বাংলা নাটক-২সাজেসন || অনার্স ৪র্থ বর্ষ || বাংলা বিভাগ || পরীক্ষা ২০২২
জাতীয় বিশ্ববিদ্যালয় সাজেসন সিরিজ Bangla (বাংলা) Honours 4th Year (অনার্স ৪র্থ বর্ষ) Exam-2022 (পরীক্ষা-২০২২) বিষয়: বাংলা নাটক-২ বিষয় কোড : ২৪১০০৭ ক-বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্নবলি ১. কোন পটভূমিতে 'নবান্ন' নাটক রচিত হয়েছে? ২. 'নবান্ন' কোন শ্রেণির নাটক? ৩. কুঞ্জর স্ত্রীর নাম কী? ৪. চন্দর হারুদত্তের কাছে কী বিক্রি করে? ৫. 'নবান্ন' নাটকটি কত সালে প্রকাশিত হয়? ৬. 'নবান্ন' নাটকের দৃশ্য সংখ্যা কত? ৭. কে, কাকে দি গ্রেট প্যাটারিওয়ার্ক নামে অভিহিত করে? ৮. “এইবার একদিন নতুন চালের পিঠে খাইয়ে দিও যেন বউমা।”- উক্তিটি কার? ৯. যত হাসি তত কান্না বলে গেছে রাম সন্না"- উক্তিটি কার? ১০. “এ পোড়া মাটির দেশে আর থাকব না। চল ফিরে যাই।" - উক্তিটি কার? ১১: 'নবান্ন' নাটকের শেষ দৃশ্য কোন স্থানের? ১২. 'নবান্ন' নাটকে কোন বিলের নাম উল্লেখ আছে? ১৩. “আমার অন্তর জ্বরে গেছে রে কুঞ্জ”–কে বলে? ১৪. 'নবান্ন' নাটকের শেষ সংলাপ কার? ১৫. যুনীর চৌধুরী পেশাগত জীবনে কোন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন? ১৬. 'চিঠি' নাটকের রচনাকাল কত? ১৭. মুনীর চৌধুরীর 'চিঠি' নাটক কত সালে প্রকাশিত হয়? ১৮. 'চিঠি' কোন ধরনের নাটক? ১৯. "চিঠি" নাটকের বদরুল হাসানের পেশাগত পরিচয় কী? ২০. 'চিঠি' নাটকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নাম কী? ২১. “আমি ইচ্ছে করে দিই নি। নিয়ে নিলো।"— কে, কার কাছ থেকে কী নিয়েছিল? ২২. 'চিঠি' নাটকে ছাত্র-ছাত্রীদের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কে? ২৩. “দোহাই তোমাদের, তোমরা একটু কথা বন্ধ কর।"- উক্তিটি কার? ২৪. রুমা সম্পর্কে প্রক্টর বদরুল হাসানের অভিযোগ কী? ২৫. মীনা মিনহাজের খাতাগুলো কে চুরি করেছে? ২৬. 'চিঠি' নাটকে ছাত্রদের দুটি দল সৃষ্টি হয়েছিল কোন বিষয়কে কেন্দ্র করে? ২৭. “তুমি সুড়ং পথের যাত্রী।"— কে? ২৮. 'নূরলদীনের সারাজীবন' নাটকে বাংলা কোন সালের ঘটনা প্রবাহ স্থান পেয়েছে? ২৯. 'নূরলদীনের সারাজীবন' নাটকের দুটি ঐতিহাসিক চরিত্রের নাম লেখ। ৩০. নূরলদীন কত খ্রিস্টাব্দে কৃষক আন্দোলনের ডাক দিয়েছিলেন? ৩১. 'নূরলদীনের সারা জীবন' কাব্যনাট্যে কোন অঞ্চলের আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়েছে? ৩২. “কোনঠে তোমার নূরলদীন, নাই নাই সে নাই।”- কে বলে? ৩৩. গুডল্যাড কে? ৩৪. নূরলদীনের স্ত্রীর নাম কী? ৩৫. 'নূরলদীনের সারাজীবন' নাটকে মণ্ডল কে? ৩৬. নাট্যকার সেলিম আল দীন কত সালে মৃত্যুবরণ করেন? ৩৭. সেলিম আল দীনের প্রকৃত নাম কী? ৩৮. ব্রিটিশ সরকার কত সালে কুখ্যাত নাট্য নিয়ন্ত্রণ বিল পাস করে? ৩৯. 'কিত্তনখোলা' নাটকে যাত্রাদলের মালিকের নাম কী? ৪০. সোনাই এর পরিচয় কী? ৪১. 'কিত্তনখোলা' নাটকে রবিদাসকে কে দেবতা বলতো? ৪২. “মন বদলাতে হলে রূপটাও বদলাতে হয়।"- উক্তিটি কার? ৪৩. 'কিত্তনখোলা' কত সৰ্পবিশিষ্ট নাটক? ৪৪. সেলিম আলদীন কোন থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য ? ৪৫. 'কিত্তনখোলা' নাটকের সোনাই কোন রোগে আক্রান্ত? খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি ১. 'নবান্ন' নাটক তৎকালীন নাট্যধারা হতে কোন অর্থে ভিন্ন ও নতুন -তা সংক্ষেপে আলোচনা কর। ২. 'নবান্ন' নাটকে নাগরিক দুর্নীতির পরিচয় দাও। ৩. 'নবান্ন' নাটক রচনার রাজনৈতিক ও সাংস্কৃতিক পটভূমির পরিচয় দাও। ৪. 'নবান্ন' নাটকের প্রধান সমাদ্দার চরিত্রটি বিশ্লেষণ কর। ৫. 'নবান্ন' নাটকে পঞ্চাশের মন্তর কীভাবে প্রতিফলিত হয়েছে তা বর্ণনা কর। ৬. 'নবান্ন' নাটকে বর্ণিত চিকিৎসা কেন্দ্রের অবস্থার বর্ণনা দাও। ৭. ম্যাডোনা' কী? ৮. মীনার হারিয়ে যাওয়া খাতা সোহরাব কীভাবে পায়? ৯. চিঠি নাটক অবলম্বনে মীনা চরিত্রের পরিচয় দাও। ১০. চিঠি নাটকে আরবি ফারসি শব্দ প্রয়োগের দৃষ্টান্ত দেখাও। ১১. "শাস্তি দাও, অপমান কর, উপহার দাও, প্রহার কর–তবু বেরিয়ে এস।"- কে, কাকে, কেন এ আকুতি জানায়? ১২. “তুমি জানো না এই উনিশ-কুড়ি বছরের পড়ুয়া ছেলেমেয়েগুলো কী সাংঘাতিক জিনিস।"— কে, কার উদ্দেশ্য এবং কেন এ উক্তি করেছিল? ১৩. “চিঠি এসেছে আগামি দিনের ছাত্রশক্তির বিজয় বার্তা বহন করে।” – উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর। ১৪. সোহরাব কেন থানায় ডায়েরি করে? সংক্ষেপে লেখ। ১৫. চিঠি নাটকে প্রক্টর চরিত্রের স্বরূপ উন্মোচন কর। ১৬. 'নূরলদীনের সারাজীবন' কাব্যনাট্যের প্রস্তাবনা অংশের মূলভাব লেখ। ১৭. “নীল পিরানের তলে দ্যাখো হামার মানুষ হয়।"- উক্তিটি বিশ্লেষণ কর। ১৮. 'নূরলদীনের সারাজীবন' নাটকে লাল কোরাসের প্রতীকী পরিচয় কী? ১৯. 'নূরলদীনের সারাজীবন' কাব্যনাট্যের আলোকে নূরলদীনের চরিত্র বিশ্লেষণ কর। ২০. কিত্তনখোলা নাটক অবলম্বনে বনশ্রী চরিত্রটি আলোচনা কর। ২১. কিত্তনখোলা নাটকে সংলাপ ব্যবহারের বিশেষত্ব সংক্ষেপে বর্ণনা কর। ২২. মোহাদ্দেস কামরূপ কামাখ্যার যে বর্ণনা দিয়েছে তা উপস্থাপন কর। ২৩. "নাট্যকার সেলিম আল দীন মূলত ঐতিহ্যানুসারী।" — এই মন্তব্যের পক্ষে অথবা বিপক্ষে তোমার অবস্থান ব্যাখ্যা কর। ২৪. "ফলটা তোমার মতো। এক সোয়াদ থিক্যা আরেক সোয়াদে মিশা যায়। কোনটা যে আসল কওন যাও না।" -কে, কাকে, কখন ও কেন এই উক্তি করেছিল? ২৫. 'কীত্তনখোলা' নাটকের ইঁদু' চরিত্রের পরিচয় দাও। ২৬. “কতা হইতাছে সোন্দরে সোন্দরে ভেদ নাই—-ভেদটা সোন্দরে বান্দরে"- উক্তিটি কে, কেন করেছে? ২৭. কিত্তনখোলা নাটকের বনশ্রীবালা কেন আত্মহত্যা করে? গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি ১. 'নবান্ন' নাটকের পটভূমির বিবরণ দাও। ২. বিজন ভট্টাচার্যের 'নবান্ন' নাটককে কি গণনাটক বলা যায়? এ প্রসঙ্গে তোমার অভিমত ব্যক্ত কর। ৩. 'নবান্ন' নাটকের চরিত্র নির্মাণ কৌশল সম্পর্কে আলোকপাত কর। ৪. 'নবান্ন' নাটকে নাট্যকারের রাজনৈতিক দায়বদ্ধতার যে পরিচয় পাওয়া যায় তার মূল্যায়ন কর। ৫. 'নবান্ন' নাটকে রাষ্ট্রযন্ত্রের যে ব্যর্থতার চিত্র অঙ্কিত হয়েছে তা মূল্যায়ন কর। ৬. বিজন ভট্টাচার্যের 'নবান্ন' নাটকের সমাজ বাস্তবতার পরিচয় দাও। ৭. “পেশাদারী মঞ্চের বাইরে, সমাজের প্রতি দায়িত্বশীল, শিল্পসমৃদ্ধ এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাট্যকাল চিহ্নিত হয়েছে 'নবান্ন'কে দিয়ে।” – এ মন্তব্যের আলোকে 'নবান্ন' নাটকে প্রতিফলিত নাট্যকারের সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতার পরিচয় দাও। ৮. নাট্যকার মুনীর চৌধুরীর 'চিঠি' নাটকের সফলতা ও ব্যর্থতা বিচার কর। ৯. মুনীর চৌধুরীর 'চিঠি' নাটকের শিল্পসার্থকতা বিচার কর। ১০. “চিঠি' নাটকের চরিত্র চিত্রণ সম্পর্কে আলোকপাত কর। ১১. “চিঠি নাটকে সোহরাব জীবনচেতনায় উদ্দীপ্ত চরিত্র।" - আলোচনা কর। ১২. কমেডি নাটক হিসেবে 'চিঠি'র সার্থকতা বিচার কর। ১৩. 'চিঠি' নাটকে তৎকালীন শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিস্থিতি দৃশ্যায়িত হয়েছে তা বিবৃত কর। ১৪. 'নূরলদীনের সারাজীবন' নাটকের শিল্পমূল্য নিরূপণ কর। ১৫. 'কাব্যনাটক' হিসেবে 'নূরলদীনের সারাজীবন'-এর সার্থকতা বিচার কর। ১৬. 'নূরলদীনের সারাজীবন' কী অর্থে গণনাটক? আলোচনা কর। ১৭. সেলিম আল দীনের নাটকের চরিত্র নির্মাণ-কৌশল সম্পর্কে আলোকপাত কর। ১৮. 'কিত্তনখোলা' নাটকে বাংলা দ্বৈতাদ্বৈতবাদী শিল্পরীতি ও বাঙালির সর্বপ্রাণবাদ তত্ত্বের প্রয়োগ কতটুকু যথার্থতা পেয়েছে তা আলোচনা কর। ১৯. 'কিত্তনখোলা' নাটকের রচনায় সেলিম আল দীনের কৃতিত্ব নিরূপন কর। ২০. “কিত্তনখোলা' নাটকটি রচিত হয়েছে বাঙালির লোকায়ত জীবনকে কেন্দ্র করে।"- আলোচনা কর। ২১. 'কিত্তনখোলা' নাটকে গ্রামবাংলা, লোকজীবন, ঐতিহ্য ও সংস্কৃতি রূপায়ণে সেলিম আল দীনের স্বাতন্ত্র্য আলোচনা কর। ২২. 'কিত্তনখোলা' নাটকের শিল্পমূল্য বিচার কর। ২৩. সেলিম আলদীন 'কিত্তনখোলা' নাটকে কিভাবে বাংলা নাটককে ইউরোপীয় নাটকের বলয়মুক্ত করেছেন তা চিহ্নিত কর। ২৪. 'কিত্তনখোলা' নাটকের বিষয় চেতনা ও ভাষাচিন্তার স্বাতন্ত্র্য বিচার কর। ২৫. 'কিত্তনখোলা' নাটকের সোনাই চরিত্রটি বিশ্লেষণ কর।
|
ليست هناك تعليقات